শিরোনাম
তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক খালেদ   » «    বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ ভাগ্নে রনি ও মাহিন খান গ্রেফতার   » «    ইউএনওর স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষকের ৩৪ লক্ষ টাকার বিল ভাউচার দাখিল   » «    সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক ছিন্ন বিছিন্ন আহত-৩   » «    বিডিআর হত্যাকাণ্ড, বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত   » «   

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ১২ দোকান উচ্ছেদ 

ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা ১২টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার কুমিল্লা-মিরপুর সড়কের পাশে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি  ) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে উপপরিদর্শক ( এসআই  ) শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চারিপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। এর আগেও অভিযান চালিয়ে ওই এলাকায় ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল উপজেলা প্রশাসন। তারা আবারও একই জায়গায় নতুন করে স্থাপনা নির্মাণ করে। পরে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশে ওই স্থানের একটি দোতলা ভবনসহ অবৈধ ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি  ) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার চারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ব্রাহ্মণপাড়ায় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান
সাম্প্রতিক সংবাদ