শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর সংলগ্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংগ্রহশালা স্থাপনে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৮ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
উপাচার্য ড. নকীব নসরুল্লাহ গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল। অন্যান্য সদস্যরা হচ্ছেন ইইই বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং এস্টেট প্রধান মোহাম্মদ আলাউদ্দিন।
এবিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য মহোদয় কমিটি গঠন করেছেন তবে আমরা এখনো এই বিষয়ে একত্রে বসিনি। কমিটির বাকী সদস্যরা মিলে বসে আমরা করণীয় সম্পর্কে ঠিক করবো। একটি স্মৃতি কমপ্লেক্স স্থাপন করাটা সবার ই দীর্ঘদিনের দাবী, আমি নিজেও দীর্ঘদিন যাবত এই মতবাদে বিশ্বাসী। আশা করছি একটি অসাধারণ স্মৃতি সংগ্রহশালা সবার জন্য দৃশ্যমান করতে পারবো।
এর আগে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ও শাখা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর সংলগ্ন স্থানে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণের দাবী জানানো হয়েছিল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইসলামী বিশ্ববিদ্যালয় * কুষ্টিয়া
সাম্প্রতিক সংবাদ