শিরোনাম
তরুন প্রজন্ম প্রযুক্তিতে খুবই এক্টিভ, মির্জা ফকরুল ইসলাম আলমগীর   » «    আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করছে পুলিশ   » «    দৈনিক কালবেলার বাকেরগঞ্জ প্রতিনিধির উপর হামলার মামলায় পলাতক আসামি শহিদ গ্রেপ্তার   » «    বাকের গঞ্জে বাস- ট্রাক সংঘর্ষে ১ এক জন নিহত এবং আহত ৭ সাত জন   » «    মামলা নিয়ে রাসু-পারভেজের বানিজ্য : জায়গার বিরোধ শেষ করলেই মামলা থেকে মুক্তি   » «   

কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান ও জরিমানা বন্ধ রাখার নির্দেশ

 

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায়  জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে ১২ লাখ টাকা জরিমানা আদায় করে।  এ ছাড়া ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার।  অভিযানে এনএসআর ব্রিকসকে ৩ লাখ, ফাইভ স্টারকে ২ লাখ, এএফএনআর ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার ও এইচএনআর ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে রিফাতুল ইসলাম বলেন, এসব ভাটায় পুনরায়  কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কুমারখালী উপজেলায় চারটি ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ভাটার কার্যক্রমের পরিধি বিবেচনায় ইট প্রস্তুতকারক আইনে জরিমানা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান * জরিমানা ও বন্ধ রাখার নির্দেশ
সাম্প্রতিক সংবাদ