শরীয়তপুর অবৈধ ইটাভাটার আগুন নিভিয়ে দুই লক্ষটাকা জরিমানা আদায়
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় অবৈধ ভাবে গড়ে তোলা মেসার্স আর বি এম ব্রিক্স নামক ইটভাটার আগুন নিভিয়ে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
০৭ জানুয়ারি মঙ্গলবার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাচ, বেড়াচাক্কী নামক জায়গায় অবস্থিত মেসার্স আর বি এম ব্রিক্স নামক অবৈধ ইটভাটায় ভেদরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভেদরগঞ্জ এর সহযোগিতায় ইটভাটার আগুন নিভিয়ে দেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশসহ দুই লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল নোমান।