শিরোনাম
তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক খালেদ   » «    বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ ভাগ্নে রনি ও মাহিন খান গ্রেফতার   » «    ইউএনওর স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষকের ৩৪ লক্ষ টাকার বিল ভাউচার দাখিল   » «    সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক ছিন্ন বিছিন্ন আহত-৩   » «    বিডিআর হত্যাকাণ্ড, বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত   » «   

তিন পার্বত্য জেলা গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংস্কার কমিশনের মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি :

 

তিন পার্বত্য জেলা -রাঙ্গামাটি,বান্দরবান ও খাগড়াছড়ির জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সংস্থার কমিশনের প্রধান কামাল আহমেদ।

মঙ্গলবার ( ৭ জানুয়ারি) সকাল ১১:০০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়েছে। সভায় সংস্কার কমিশনের প্রধান বলেন, প্রেস কাউন্সিল একটি অকার্যকর প্রতিষ্ঠান।এটি বিলোপ করে নতুন প্রতিষ্ঠান তৈরি করা দরকার। তিনি বলেছেন, গত দেড় দশকে সংবাদমাধ্যমে নৈরাজ্য তৈরি হয়েছে। বিগত সময়ে প্রতিষ্ঠান মালিকরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেননি।তবে মালিকরা সুবিধা নিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হলে সামাজিক মর্যাদা থাকেনা।নীতিমালা না মেনে সংবাদপত্র ও টেলিভিশন অনুমোদন দিয়েছে সরকার। গণমাধ্যম কমিশনের সঙ্গে সংস্কার কমিশনের প্রধান একথা বলেন সবার উদ্দেশ্য ।

এতে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য মোস্তফা সবুজ, আবদুল্লাহ আল মামুন, বেগম কামরুন্নেসা হাসান প্রমূখ। এছাড়াও তিন পার্বত্য জেলা – উপজেলার সাংবাদিকগণ উপস্থিত থেকে মতামত প্রদান করা হয়েছে । সাংবাদিকরা স্বাধীন ও নিরাপত্তা, সন্মানী নিশ্চিত, সংবাদ কর্মীদের কাজে বাধা প্রদানকারী সকল কালো আইন বাতিল, সাংবাদিকরা কোন দল করতে পারবে না এবং গণমুখী গণমাধ্যম প্রতিষ্ঠান দাবি তুলে ধরেন বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * তিন পার্বত্য জেলা গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংস্কার কমিশনের মত বিনিময় সভা
সাম্প্রতিক সংবাদ