সাতক্ষীরায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১ লক্ষ টাকা জরিমানা
সাতক্ষীরা :
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ইটভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায় ৩ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকার মেসার্স রাকিন ব্রিকস এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
এ সময় সেখান আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল গ্রামের মেসার্স রাকিন ব্রিকস-এ পরিবেশের ক্ষতি কারক টায়ারের কালি জ্বালানি হিসেবললে ব্যবহার করে ইট পোড়ানে হচ্ছে এমন গোপন সংবাদর ভিত্তিতে তার নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখান অভিযান চালায়।
এ সময় সেখান থেকে হাতেনাত ৩০ বস্তা টায়ারের কালি জব্দ করে তা বিনষ্ট করা হয়। একই সাথে ইটভাটার মালিক সাইফুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায় ৩ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।