প্লাস্টিকযুক্ত মাটি ব্যাবহৃত হচ্ছে পাবিপ্রবির নির্মাণাধীন হল মাঠে

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) উন্নয়ন প্রকল্পের আওতায় কংক্রিট, সিমেন্টের ব্যাগ ময়লা আবর্জনা মিশ্রিত মাটি দিয়ে খাল ভরাটের অভিযোগ উঠেছে।

 

প্রকৌশল দপ্তর সূত্রে জানাযায়, উপাচার্যের বাসভবনের পার্শ্ববর্তী খাল-খন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের খাল-খন্দ ও নির্মাণাধীন ছাত্র হলের সামনের মাঠ ভরাট কাজ চলছে।

সরেজমিন যেয়ে দেখা যায়, নির্মাণাধীন একাডেমিক ভবনের সামনে থেকে ট্রাকের মাধ্যমে কংক্রিট, সিমেন্টের ব্যাগ ময়লা আবর্জনা মিশ্রিত মাটি দিয়ে উপাচার্যের বাসভবনের পার্শ্ববর্তী খাল-খন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের খাল-খন্দ ও নির্মাণাধীন ছাত্র হলের সামনের মাঠ ভরাট করছে।  ফলে এসব মাইক্রোপ্লাস্টিক হিসেবে মাটিতে মিশে যাবে। মাটির যে উপযোগিতা-গুণাগুণ তা ধ্বংস করে দিবে। মাটির পানি শোষণ ক্ষমতা হ্রাস পাবে ফলে দীর্ঘমেয়াদী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দূষিত হয়ে যাবে।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, এগুলো দিয়ে ভরাট করলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়বে মাটি দূষিত হবে। মাইক্রোপ্লাস্টিক সরাসরি মাটির সাথে মিশে যাবে ফলে বৃষ্টির পানি  চুয়ে নিচে নেমে যেতে পারবে না। পরিবেশের উপর বহুবিধ প্রভাব পড়বে। প্লাস্টিক ফেলে তারা সরাসরি পরিবেশ দূষণ করছে। এটা মেনে নেওয়া যায় না। এসমস্যা সমাধানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মাটি দিয়ে ভরাট করা যাবে না ইমিডিয়েট এটা বন্ধ করতে হবে। অবশ্যই স্বভাবিক ভালো মাটি দিয়ে ভরাট করতে হবে।

একাজের বিষয়ে পাবিপ্রবি পরিকল্প পরিচালক ইঞ্জিনিয়ার অব লেফটেন্যান্ট কর্ণেল (অঃ) জি এম আজিজুর রহমান বলেন, ময়লা অবশ্যই দূর করব। যারা কাজ করছে আমরা তাদের বলে দিচ্ছি যেন ময়লা আবর্জনা পরিস্কার করে ফেলে। তিনি আরো বলেন ময়লা আবর্জনা পৃথক না করে ভরাট করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ