মহেশপুর সীমান্তে ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহর মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা কালে দু’জন পাচারকারী, ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা।

শুক্রবার রাতে মহেশপুর উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় ওই ৩টি সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ ১৭ জনকে আটক করা হয়েছে। আটক কৃতরা নাটোর,বাগেরহাট,খুলনা,নারায়গঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানান তিনি। আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মহেশপুর সীমান্তে ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক
সর্বশেষ সংবাদ