কমলগঞ্জের বন্যা দুর্গত বারোশো পরিবারকে গুড নেইবারস’র ত্রাণ সামগ্রী বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে বন্যা দূর্গত ১২৭৫ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।গত ২৫ আগষ্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন ধাপে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল,ডাল,তৈল,শুকনো খাবার ইত্যাদি বিতরণ করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর ) আদমপুরের নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির কার্যালয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।