সড়কে ঝরলো মুরাদনগরের মটরআরোহী ২ যুবকের প্রাণ, স্বপ্নপূরণ হলো না সদ্য এসএসসি পাস করা  মিরাজের

মুরাদনগর কুমিল্লা, প্রতিনিধি:

ওরশ থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় সড়কে ঝরলো মুরাদনগরের ২ যুবকের প্রাণ। সূত্র জানায়, গতকাল মঙ্গলবার( ১ আগস্ট)
রাত আনুমানিক ১১ টায় বাঞ্ছারামপুর উপজেলার পারাতলী ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মুরাদনগরের আমিননগর গ্রামের সদ্য এসএসসি পাস করা ২ যুবক। মটর সাইকেল আরোহী ৩ জনের মধ্যে আতশ আলীর ছেলে।

সাইফুল ইসলাম (১৬) ও প্রবাসী জুয়েল  ভূইয়ার একমাত্র  ছেলে  মিরাজুল ইসলাম ভূইয়া (১৭) ঘটনাস্থলেই নিহত।অপর আরোহী   আমিননগর গ্রামের আজাদ মওয়ার ছেলে চালক ইকরাম হোসেন  (১৬) আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় নিহত ২ যুবকের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহত মিরাজুল ইসলামের দাদা আবদুল হালিম ভূইয়া  জানান, ঘটনার দিন রাতে ৩ বন্ধু মিলে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার মাছিননগরে রাহাত আলী শাহ্’র ওরশ  দেখতে গিয়েছিল। ফেরার পথে পারাতলীর ব্রিজের কাছে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে আমার নাতি মিরাজ নিহত হয়। গুরতর আহত অপর ২ জনের মধ্যে সাইফুল ইসলাম ঢাকা যাবার পথে কড়িকান্দি ফেরিঘাটে মারা যায় এবং আহত ইকরাম হোসেনকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়।

আবদুল হালিম ভূইয়া  কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার নাতি এবার এসএসসি পরীক্ষায় ভালভাবে পাস করেছে। স্বপ্ন ছিলো বিদেশে লেখাপড়া করবে। তার সে স্বপ্ন আর পূরণ হলো না। ‘নিহত ২ জনকে সকাল ১১টায় আমিন নগর ঈদগাহ মাঠে  জানাযা শেষে আমিন নগর  কবরস্থানে দাফন করা হয়। এ হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নিহত * মটরআরোহী * স্বপ্নপূরণ