রাজবাড়ীতে বন্ধুদের মধ্যে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাংশা উপজেলার মৈশালা পালপপাড়া গ্রামের অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস ও কালুখালী উপজেলার ঘিকমলা গ্রামের আবু বক্কারের ছেলে মো. আরিফ হোসেন কাজল। আহতরা হলেন—পাংশা পৌর এলাকার মজিবর রহমানের ছেলে শাওন এবং একই এলাকার জয়দেব কুমারের ছেলে দীপ। আহতদের মধ্যে শাওনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বন্ধু রাতে দুটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ফেরার পথে প্রতিযোগিতার একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটি মুখোমুখি ধাক্কা খায়। এতে আরোহীরা ছিটকে মহাসড়কে পড়ে গেলে একটি অজ্ঞাত যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন অপর দুজন।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “দুটি মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা চলছিল। সংঘর্ষের পর তারা রাস্তায় ছিটকে পড়লে অন্য যানবাহনের চাপায় দুজন নিহত হন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।