বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিই দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রায় আট বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর।
মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি সেই রাজনৈতিক দল, যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনে বাংলাদেশ ভেঙে পড়েছে। সেখান থেকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, ‘এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন বিএনপি গঠিত হবে, যে বিএনপি গণতান্ত্রিক নতুন পথ দেখাবে।’
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন–পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। এরপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সাংগঠনিক প্রতিবেদন ও শোকপ্রস্তাব পেশ করেন।
সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে প্রার্থীরা মনোনয়ন দেন। তবে শেষ পর্যন্ত শুধু সাধারণ সম্পাদক পদে ভোট হচ্ছে। ৮০৮ জন কাউন্সিলর এ পদের জন্য ভোট দেবেন। তিন প্রার্থী হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।
বিকেল সাড়ে তিনটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন। প্রধান বক্তা থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে আসাদুল হাবিব দুলু, আবদুল খালেক ও আমিনুল ইসলাম বক্তব্য রাখবেন।