সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্রমবর্ধমান সহিংসতা, আইনশৃঙ্খলার চরম অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শান্তি মিছিল, সড়ক অবরোধ করে মানববন্ধন সমাবেশ এবং থানায় গণঅভিযোগ দাখিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি চাই” এই ¯েøাগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সোমবার (০৩ জানুয়ারি) তিন ঘন্টা ব্যাপি শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। গতকাল সোমবার বেলা ১১টা উপজেলা পরিষদ চত্ত¡রে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক মাঠ সড়কের সামনে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আয়েশাতুন্নেসা বর্ষার সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ রুহুল আমীন, মুনতাসির তাসরিপ, ফারহান, রুপাইসহ আরও অনেকে। ওই সময় শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই দিন দেখতে আমরা রক্ত দেই নাই। অতি দ্রæত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে প্রশাসনের প্রতি আহবান জানাই। এসময় একটি পর একটি অপরাধ সংগঠিত হওয়ার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করে বলে সমালোচনা করে শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে বাউফল থানায় ৬৯টি অভিযোগ দাখিল করেন। অভিযোগে যেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ বিষয়ে বাউফল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে শিক্ষার্থী ৬৯টি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্রমবর্ধমান সহিংসতা, আইনশৃঙ্খলার চরম অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শান্তি মিছিল, সড়ক অবরোধ করে মানববন্ধন সমাবেশ এবং থানায় গণঅভিযোগ দাখিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি চাই” এই ¯েøাগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সোমবার (০৩ জানুয়ারি) তিন ঘন্টা ব্যাপি শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। গতকাল সোমবার বেলা ১১টা উপজেলা পরিষদ চত্ত¡রে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক মাঠ সড়কের সামনে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আয়েশাতুন্নেসা বর্ষার সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ রুহুল আমীন, মুনতাসির তাসরিপ, ফারহান, রুপাইসহ আরও অনেকে। ওই সময় শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই দিন দেখতে আমরা রক্ত দেই নাই। অতি দ্রæত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে প্রশাসনের প্রতি আহবান জানাই। এসময় একটি পর একটি অপরাধ সংগঠিত হওয়ার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করে বলে সমালোচনা করে শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে বাউফল থানায় ৬৯টি অভিযোগ দাখিল করেন। অভিযোগে যেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ বিষয়ে বাউফল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে শিক্ষার্থী ৬৯টি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রবণতা
- টানা বর্ষণে উপড়ে পড়ল ৩০ বছরের পুরনো গাছ
- নির্বাচন ঘিরে রাজনীতিতে উত্তাপ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
- ৯ জুলাই ছিল পৃথিবীর ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দিন
- বাউফলে নদীভাঙন কবলিত এলাকায় বিএনপির পক্ষ থেকে ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
- মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
- সাতক্ষীরায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরায় জলাবদ্ধতায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মুখে, পরীক্ষায় চরম ভোগান্তি
- ত্রিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
বাউফল থানায় শিক্ষার্থীদের গণঅভিযোগ
Keep Reading
একটি মন্তব্য যোগ করুন
আপডেট সদস্যতা
বাংলা এফএম থেকে সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ ও আপডেট পান
Publisher: Anwar Murad
Editor: Mo Rashidul Islam (Rashed Manik)
Office- House-164/1, Road-3, Muhammadia Housing Limited, Muhammadpur, Dhaka.Mobile-01915-098961 Email: bangla.fm2020@gmail.com
© 2025 BanglaFM. All Rights