আগলি’, ‘হেট স্টোরি ২’, ‘পার্চড’ থেকে ‘রানা নাইডু ২’, ‘মান্ডালা মার্ডারস’, ‘আন্ধেরা’—প্রতিটি প্রকল্পে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন সুরভিন চাওলা। ছোট পর্দা থেকে ওটিটি—সর্বত্রই পরিচিত এই অভিনেত্রী এখন সাহসী, জটিল ও শক্তিশালী চরিত্রে নজর কেড়েছেন।
নবভারত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “শুরু থেকেই আমি নিরাপদ চরিত্রে নিজেকে আটকে রাখিনি। ঝুঁকি আছে বলেই কাজটা করতে হবে—এমন ভাবনা আমার ডিএনএতে আছে। এখন কাজের পাশাপাশি পরিবার ও সন্তানের সঙ্গে সময় কাটানোও সমানভাবে গুরুত্বপূর্ণ।
সুরভিন গর্ব করে বলেন, “বলিউডে টাইপকাস্টের প্রবণতা প্রবল। বাইরে থাকতে হলে ‘না’ বলার সাহস দেখাতে হয়। শুরু থেকেই আমি এটা করেছি।
অভিনয় সুরভিনের কাছে শুধু পেশা নয়; বরং আত্মতৃপ্তির স্থান। তাই তিনি নতুন চরিত্রে নিজেকে চ্যালেঞ্জ করেন এবং একই সঙ্গে ব্যক্তিজীবনকেও সমান গুরুত্ব দেন। আজ তিনি শুধু নায়িকা নন, বরং আলাদা অবস্থান তৈরি করা এক শক্তিশালী শিল্পী।