‘আয়রনম্যান’ কিংবা অন্যান্য সায়েন্স ফিকশন সিনেমায় আমরা যেমন থ্রিডি হলোগ্রাফিক প্রযুক্তি দেখে অভ্যস্ত, এবার সেই কল্পনাকেই বাস্তব করে তুললেন স্পেনের বিজ্ঞানীরা। পাবলিক ইউনিভার্সিটি অব নাভাররার গবেষক দল দাবি করেছেন, তারাই তৈরি করেছেন বিশ্বের প্রথম স্পর্শযোগ্য ত্রিমাত্রিক হলোগ্রাম।
এই প্রযুক্তির মূলে রয়েছে ইলাস্টিক ডিফিউজার স্ট্রিপ, যার মাধ্যমে তৈরি হলোগ্রাম শুধু দেখা যাবে না, হাত দিয়েও অনুভব করা যাবে। সাধারণত, হলোগ্রাম তৈরি হয় সুইপ্ট ভলিউমেট্রিক ডিসপ্লে প্রযুক্তির মাধ্যমে—যেখানে প্রতি সেকেন্ডে প্রায় ৩ হাজার বার একটি দৃশ্য ভিন্ন উচ্চতায় প্রক্ষেপণ করা হয় এক শক্ত স্পন্দিত পৃষ্ঠের ওপর। এই পৃষ্ঠকেই বলা হয় ‘ডিফিউজার’। এর গতি এত দ্রুত, যা মানুষের চোখে ধরা পড়ে না, ফলে বিশেষ চশমা ছাড়াই দেখা যায় প্রাণবন্ত থ্রিডি চিত্র।
নতুন উদ্ভাবিত প্রযুক্তিতে ব্যবহৃত ইলাস্টিক ব্যান্ড-এর নমনীয়তা এই হলোগ্রামকে করেছে স্পর্শযোগ্য। অর্থাৎ আপনি যেমন স্পর্শনির্ভর স্মার্টফোনে আঙুল ছুঁয়ে প্রতিক্রিয়া পান, তেমনি এখন একটি ভার্চুয়াল ত্রিমাত্রিক বস্তু স্পর্শ করেও অনুভব করতে পারবেন।
উল্লেখ্য, হলোগ্রাফি এমন এক ফটোগ্রাফিক কৌশল, যা কোনো বস্তুর তিনটি মাত্রা সমেত ছবি তৈরি করে। আর সেই প্রযুক্তিতে তৈরি চিত্রকেই বলা হয় ‘হলোগ্রাম’।
এই যুগান্তকারী আবিষ্কার ভবিষ্যতের ভার্চুয়াল কমিউনিকেশন, গেমিং, ডিজিটাল ডিজাইন কিংবা চিকিৎসাক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দিতে পারে—যেখানে বাস্তব আর ভার্চুয়ালের সীমারেখা আরও ঝাপসা হয়ে যাবে।