মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
এদেশের জনগণই বিএনপির মূল শক্তি। বিএনপি বিশ্বাস করে, জনগণের ভোটের শক্তিতে পরিবর্তনের মাধ্যমে এদেশে নতুন পথ উন্মোচিত করবে। আর সেই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ ফিরে পাবে গণতন্ত্র, ন্যায় ও সমৃদ্ধির পথে এক অগ্রযাত্রা। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় প্রতিশ্রুতবদ্ধ। বিএনপির মূল লক্ষ্য এ দেশ ও এদেশের মানুষকে আর্থসামাজিক উন্নয়নে মাধ্যমে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা।
গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিল এর এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এক মতবিনিময় সভায় একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া একটি পিছিয়ে পরা জনপদ। এ জনপদকে এগিয়ে নিতে হলে প্রথমে দরকার এ অঞ্চলের যুব সমাজকে শিক্ষাদিক্ষায় উন্নত করা। শিক্ষার জন্য সুষ্ঠ পরিবেশ তৈরি করা এবং শিক্ষার জন্য অবকাঠামো তৈরি করা। এসময় তিনি বলেন আমি নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে, বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় মাদকের বিস্তার রোধ করা এবং এ এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা।
সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা এড. এম এইচ ফারুক। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন মোল্লা, বিশেষ বক্তা ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খান।
এ সময় উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলার বিএনপি নেতা, খোরশেদ আলম লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার, মোস্তফা কামাল,
এড. আব্দুস সামাদ, আকরামুল ইসলাম, নাসির উদ্দিন ভূইয়া, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী,
বাদল, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া, জয়নাল আবেদিন,গাজী মোঃ ইসরাফিলসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
								
								
															 
			 
			






