মোঃ ফারুকুল ইসলাম : গ্যাস সংকটে যখন সারা দেশে শত শত মিল কারখানা বন্ধ হয়ে যাওয়ার পথে, লক্ষ লক্ষ আবাসন গ্যাস বিচ্ছিন্ন, বাসা বাড়িতে গ্যাস সংকটের কারণে ব্যহত হচ্ছে দৈনন্দিন রান্না বান্নার কাজ, গ্যাসের অভাবে দীর্ঘদিন যাবত নতুন কোনো আবাসনে দেওয়া যাচ্ছেনা গ্যাস সংযোগ, স্বাভাবিক জীবনে জ্বালানির প্রয়োজন মেটাতে মানুষকে বোতল গ্যাস কিনে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, ব্যাহত হচ্ছে গ্যাস সংশ্লিষ্ট নানাবিধ উৎপাদনশীল কর্মকান্ড,
ঠিক সেই সময় থেকে দীর্ঘ ১৭ বছর যাবৎ অহেতুক বিনা প্রয়োজনে শিখা অনির্বান নামে প্রতিনিয়ত সোহরাওয়ার্দী উদ্যানে প্রজ্জলিত হচ্ছে লক্ষ লক্ষ ঘনফুট গ্যাস, যা দিয়ে হাজার হাজার উৎপাদনশীল কল কারখানা বাঁচিয়ে রাখা সম্ভব। তাতে দেশ ও জাতির অনেক উপকার হতো। কিন্তু হাওয়ায় উড়ে যাওয়া এই লক্ষ লক্ষ ঘনফুট গ্যাস দেশ ও জাতির কি উপকারে আসছে তা আমার জানা নেই। তাছাড়া এর প্রকৃত ইতিহাসইবা কি তা জাতি আদৌ জানে কিনা সে ব্যাপারে আমি সন্ধিহান । জুলাই আগস্টের বিপ্লবের পর আওয়ামিলীগ সরকারের অনেক অযৌক্তিক কর্মকান্ড পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি সোহরাওয়ার্দী উদ্যানের অহেতুক শিখা প্রজ্জলন, আজও স্বদর্পে জ্বলেই যাচ্ছে। জাতির প্রশ্ন কোন অসুরে শক্তির শক্তিতে এই কর্ম যজ্ঞ আজও বিদ্যমান, এই সংকটাপন্ন সমস্যা থেকে জাতিকে রক্ষা করার লক্ষে কতৃপক্ষ সঠিক ও দৃষ্টান্ত মুলক ব্যাবস্থা গ্রহণ করলে জাতি উপকৃত হবে বলে আমার বিশ্বাস ।