জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
অমর্ত্য রায় জন বলেন, “জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করার যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো পুরোপুরি গুজব। আমি এখনও কোনো রিট দাখিল করিনি। যদি রিট করি, তবে তা কেবল আমার প্রার্থিতা পুনর্বহালের জন্যই করব, নির্বাচন স্থগিত বা বাতিলের জন্য নয়।
‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের পক্ষ থেকেও জানানো হয়েছে, নির্বাচন স্থগিত চেয়ে কোনো রিট করা হয়নি। বরং অমর্ত্য রায়ের প্রার্থিতা পুনর্বহাল চেয়ে শিগগিরই রিট দাখিল করা হবে।
এক ক্ষুদে বার্তায় প্যানেল জানায়, রিট ফাইল হওয়ার পর আইনজীবী মানজুর আল মতিন হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করবেন। পাশাপাশি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো