বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাচ্ছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন ক্রিস্টেনসেন। পরিচয়পত্র পেশের প্রস্তুতির অংশ হিসেবে তিনি আগামী দুই দিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন নবনিযুক্ত এই কূটনীতিক।
ঢাকায় আসার আগে এক প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তিনি গভীরভাবে পরিচিত। আবারও এই দেশে ফিরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে প্রতিদিন নিরলসভাবে কাজ করতে তিনি আগ্রহী।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।

