শততম টেস্টে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দিনের শুরুতে রিভিউ-নেওয়ার মতো মুহূর্তে বেঁচে যাওয়া এই অভিজ্ঞ ব্যাটার শেষ পর্যন্ত নিজের ইনিংসকে পৌঁছে দিলেন অনন্য এক মাইলফলকে। জর্ডান নেইলের ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি—এতে তিনি হয়ে গেলেন বিশ্ব ক্রিকেটে ১১তম ব্যাটার, আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করলেন।
শুরুটা সহজ ছিল না। দিনের চতুর্থ বলেই ম্যাথিউ হামফ্রেসের বলে ফাঁদে পড়তে বসেছিলেন মুশফিক। জোরালো এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও সেই মুহূর্তে উত্তেজনার চূড়ায় পৌঁছে যায় ড্রেসিংরুম ও দর্শকসারি। পরের বলটিও অল্পের জন্য এড়ান তিনি। অপেক্ষা বাড়লেও মনোযোগ হারাননি মুশফিক।
শেষ পর্যন্ত ১৯৫ বল মোকাবিলা করে ৫ চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। সব মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরির রেকর্ডেও এখন তিনি মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে শীর্ষে।
এই ইনিংসে মুশফিক নামেন দলের চাপে। প্রথম সেশনে ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। সেখানে মুমিনুল হকের সঙ্গে ১০৭ রানের জুটি ও পরে লিটন দাসের সঙ্গে আরেক গড়তে থাকা শতরান জুটি দলকে তুলে আনতে বড় ভূমিকা রাখে।
দিনশেষে মুশফিকের এই সেঞ্চুরিই বাংলাদেশকে ম্যাচে দৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রাপ্তি।

