বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। তবে ছবিটির মুক্তির নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি।
পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “অবশেষে দেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে আসছি। বাইরে প্রশংসা পেয়েছি, এবার অপেক্ষা দেশের মানুষের প্রতিক্রিয়ার।”
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “স্বপ্নের মতো এক যাত্রা শেষে ‘সাবা’ এবার নিজের দেশে ফিরছে। টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ বহু উৎসবে ঘুরে এবার দেশীয় দর্শকদের সঙ্গে দেখা করার অপেক্ষায়।” একই সঙ্গে তিনি ভক্তদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন— ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর, কোন তারিখে মুক্তি চাইবেন?
‘সাবা’র গল্প আবর্তিত হয়েছে সাবা ও তার অসুস্থ মা শিরিনকে কেন্দ্র করে। বাবার নিখোঁজ হওয়ার পর সাবাই মায়ের একমাত্র ভরসা। মায়ের হৃদযন্ত্রের জটিলতা, একাকী সংগ্রাম— এর মাঝেই তাদের জীবনে আসে অঙ্কুর নামের এক তরুণ। এখান থেকেই গল্প নেয় নতুন মোড়।
চলচ্চিত্রে সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, মায়ের ভূমিকায় রয়েছেন রোকেয়া প্রাচী এবং অঙ্কুর চরিত্রে দেখা যাবে মোস্তফা মনোয়ারকে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা শুরু হয়েছিল টরন্টো চলচ্চিত্র উৎসব থেকে। এরপর বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাসসহ একাধিক উৎসবে অংশ নেয় ‘সাবা’। চলতি বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে ছবিটি তৃতীয় পুরস্কার জিতে নেয়।