দেশীয় বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়, যা আগের চেয়ে ১ হাজার ৩৯ টাকা কম।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার (২৭ অক্টোবর) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা
- 
২২ ক্যারেট স্বর্ণ (ভরি) : ২,০৭,৯৫৭ টাকা 
- 
২১ ক্যারেট স্বর্ণ (ভরি) : ১,৯৮,৪৯৮ টাকা 
- 
১৮ ক্যারেট স্বর্ণ (ভরি) : ১,৭০,১৪৩ টাকা 
- 
সনাতন পদ্ধতির স্বর্ণ (ভরি) : ১,৪১,৪৯৬ টাকা 
বাজুস আরও জানিয়েছে, রুপার দাম অপরিবর্তিত থাকবে। বর্তমান দরে—
- 
২২ ক্যারেট রুপা (ভরি) : ৫,৪৭০ টাকা 
- 
২১ ক্যারেট রুপা (ভরি) : ৫,২১৪ টাকা 
- 
১৮ ক্যারেট রুপা (ভরি) : ৪,৪৬৭ টাকা 
- 
সনাতন পদ্ধতির রুপা (ভরি) : ৩,৩৫৯ টাকা 
 
			 
			






