আমিনুল ইসলাম খন্দকার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বান্দরবান
বান্দরবানের রুমায় জুমের কলাগাছ কাটার সময় ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন কাইন প্রে ম্রো (৩৪) নামে এক জুমচাষি।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুমা গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকায় ঘটে এ ঘটনা। সে গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুইফ পাড়া গ্রামে রুইচং ম্রো ছেলে।
স্থানীয়রা জানান, বেলা বাড়ার সাথে সাথে নিজ জুম পাহাড়ের কলার গাছ কাটতে গিয়েছিলেন জুমচাষী। হঠাৎ করে জঙ্গল থেকে বের হয়ে জুমিয়ার উপর ভাল্লুক আক্রমন করে। পরে তার চিৎকার শুনে আশেপাশে থাকা মানুষজন ছুটে আসলে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের প্রেরণ করে।
সত্যতা নিশ্চিত করে গ্যালেঙ্গা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, নিজ জুমে কলা গাছ কাটার সময় ভাল্লুক আক্রমের শিকার হয়েছে। মনে হয় সেখানে ভাল্লুকের বাচ্চা রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। আহত ব্যক্তি চোখে বেশীর ভাগ আঘাত করেছে বলে জানান তিনি।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, ভাল্লুকের আক্রমণের শিকার একজন জুমচাষিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আঘাত গুরুতর হওয়ার কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
			 
			






