ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।ময়মনসিংহে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর আয়োজনে ৮ ফেব্রুয়ারী ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী।ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোঃ মোস্তফা জামান ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আবদুল্লাহ আল ফুয়াদ।অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।বাস্তবায়নের ছিলেন বিভাগীয় প্রশাসন ও ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস।ফাইনাল খেলা ময়মনসিংহ মহাবিদ্যালয় ও গফরগাঁও আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ মধ্যে অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ মহাবিদ্যালয় ৫-১গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে টফি তুলে দেন ও পুরষ্কার বিতরণ করেন।