সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবিতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে হাউস, ক্লিন, বিডব্লিওজিইডির উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের হোসেন
বখত চত্বরে বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনগোষ্ঠী,
শিক্ষার্থী ও পরিবেশবাদী কর্মীরা অংশগ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন, ফেড সিলেট এর সহ সভাপতি মোদাচ্ছির আলম, হাউস এর নির্বাহী
পরিচালক সালেহিন চৌধুরী শুভ,আবুল হোসেন, ফেড সিলেট এর সাধারণ সম্পাদক একে
কুদরত পাশা, নুরুল হাসান আতাহের, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী,
অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, ফারুক আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন,বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার
ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ্য়ঁড়ঃ;জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি, টেকসই ভবিষ্যতের
জন্য নবায়নযোগ্য শক্ত্য়িঁড়ঃ; শ্লোগান ব্যাবহার করেন এবং নীতি-নির্ধারকদের দ্রæুত পদক্ষেপ
নেওয়ার দাবি জানান।
বক্তারা আরো বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ফলে পরিবেশ ও অর্থনীতিতে ব্যাপক
নেতিবাচক প্রভাব পড়ছে। তারা জোর দিয়ে বলেন যে বাংলাদেশের সৌর ও বায়ু শক্তির বিপুল
সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব, বিশেষ করে
প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে।
হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, ্য়ঁড়ঃ;আমাদের এখনই পদক্ষেপ নিতে
হবে, যাতে একটি ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। নবায়নযোগ্য
শক্তিতে বিনিয়োগ শুধু একটি বিকল্প নয়—এটি অত্যাবশ্যক। ২০১৬ সালে চট্টগ্রামের
বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও
কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের
কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা— “ উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না
ঝরে।্য়ঁড়ঃ;
মানববন্ধনের শেষে আয়োজকরা তাদের আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রæতি দেন,
যাতে পরিচ্ছন্ন জ্বালানির পক্ষে দেশব্যাপী গণসচেতনতা বাড়ানো যায়।
কুলেন্দু শেখর দাস
প্রবণতা
- চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু এই গ্রীষ্মে উদ্বোধন হতে যাচ্ছে
- ভারতের কমেডিয়ান কুনাল কামরা রাজনীতিবিদদের কৌতুক নিয়ে বিতর্কের মুখে, শিব সেনার হামলা
- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসকে “কুকুরের সন্তান” বলে আখ্যা দিয়েছেন
- উজবেকিস্তানে প্রযুক্তি বিপ্লব: আন্তর্জাতিক আইটি হাবে রূপান্তর
- ক্রিমিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন উত্তেজনা
- ময়মনসিংহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা
- প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সিরাজগঞ্জ শিল্প ও বানিজ্য মেলায় প্রবেশ টিকিট বিক্রি
- মহেশপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় নারী আটক