বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ঢাকায় আসবেন। অনুষ্ঠান আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, এবং সম্ভবত স্থান হবে আগারগাঁও এলাকা।
এর খবরেই ভারতের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “জাকির নায়েক ভারতে ওয়ান্টেড পলাতক আসামি। আমরা আশা করি, যেখানেই তিনি যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।”
ডা. নায়েক ২০১৬ সালের আগ পর্যন্ত ভারতে থাকলেও বিজেপি সরকারের সময় তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য’ ও অর্থ পাচারের মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি মালয়েশিয়ায় চলে যান এবং স্থায়ী অনুমতি পান। বাংলাদেশে তার আগমনের আগে ২০১৬ সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তবে বর্তমান সরকার সেই নিষেধাজ্ঞা শিথিল করেছে।
ভারতের দৃষ্টিতে, জাকির নায়েক একজন পলাতক আসামি। তাই তারা চাইছে, তিনি বাংলাদেশে আসলে তাকে দিল্লির হাতে তুলে দেওয়া হোক। তবে বাংলাদেশে বর্তমানে তার আগমন আইনগতভাবে অনুমোদিত।
 
			 
			






