আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটাররা বিশ্বকাপে খেলতে আগ্রহী বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চলমান টানাপোড়েনের শান্তিপূর্ণ সমাধান চান তিনি।
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের মানসিকতা তুলে ধরে শান্ত বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে চাওয়াটাই ক্রিকেটারদের স্বাভাবিক আকাঙ্ক্ষা।
নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবি ইতোমধ্যে আইসিসিকে জানিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
এ বিষয়ে বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক লিটন কুমার দাস বিপিএলের ম্যাচ শেষে জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বোর্ড তার সঙ্গে কোনো আলোচনা করেনি। একই বক্তব্য দেন নাজমুল হোসেন শান্তও। তিনি জানান, বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গেও কোনো আলোচনা হয়নি।
বিশ্বকাপে খেলতে চাওয়ার বিষয়ে শান্ত বলেন, ক্রিকেটার হিসেবে সবাই খেলতে চায়, বিশেষ করে বিশ্বকাপের মতো আসরে। কারণ এমন সুযোগ ঘন ঘন আসে না।
তবে পুরো পরিস্থিতি সম্পর্কে সব তথ্য জানা নেই উল্লেখ করে শান্ত বলেন, বিষয়টি সুন্দরভাবে সমাধান হলে এবং সুযোগ তৈরি হলে ক্রিকেটারদের জন্য বিশ্বকাপে অংশগ্রহণ ভালো হবে।
এদিকে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বুধবারের মধ্যেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানাতে পারে বিসিবি। যদিও নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বীকার করেছে।

