ব্রাজিলের ফুটসালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একটি স্থানীয় ফুটসাল টুর্নামেন্টে প্রতিপক্ষের পেনাল্টি শট ঠেকাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির গোলরক্ষক এডসন।
ঘটনাটি ঘটে ব্রাজিলের প্যারা প্রদেশে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৩৮ বছর বয়সী এডসন প্রতিপক্ষের নেওয়া শক্তিশালী একটি পেনাল্টি শট বুক দিয়ে ঠেকান। বলটি তার বুকের মাঝ বরাবর আঘাত করলে প্রথমে তিনি স্বাভাবিকভাবে কয়েক কদম দৌড়ে সতীর্থদের দিকে এগোলেও হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন।
খেলায় উপস্থিত মেডিকেল টিম দ্রুত এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থার উন্নতি হয়নি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরাও তাকে আর বাঁচাতে পারেননি। এভাবেই মাঠেই থেমে যায় এডসনের জীবনযাত্রা।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের ক্রীড়াঙ্গনে।