গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
গৌরীপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসাবে শনিবার রাত ৭টায় কদমতলী বাজারে এই আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ দুলাল মিয়া। সঞ্চালনায় ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, ইউপি নেতা মোঃ আব্দুল্লাহ খান ও কামাল হোসেন মুকুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব বাবু সুজিত দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, শাহজাহান সিরাজ, আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপি সদস্য সালাউদ্দিন বকুল, মজিবুর রহমান মানিক, মোঃ হুমায়ুন কবির খান, উপজেলা শ্রমিকদল সভাপতি শহীদুল্লাহ শহীদ, যুবদল নেতা মোশারফ হোসেন খান রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, যুবদল নেতা শাহজাহান আকন্দ সুমন, ইউনিয়ন বিএনপি নেতা রিপন মিয়া, কালা মিয়া, শামছুল হক শামছু, সাইদুর রহমান, বকুল মিয়া, ছালাম মিয়া, মোঃ ছায়েদুর ডাক্তার, লিটন মিয়া, বাবুল মিয়া, হেলিম মিয়া, রহমতউল্লাহ, যুবদল নেতা ফারুক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে আইনের শাসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনঅধিকার প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
সারা অনুষ্ঠানটি সফল করতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখেন।
 
			 
			






