ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিয়ম ভঙ্গ করে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তার দাবি, নির্বাচনী গঠনতন্ত্রেই স্পষ্টভাবে বলা আছে, প্রার্থী ও এজেন্টরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদ অভিযোগের জবাবে বলেন, “আমাদের সঠিকভাবে পরিচয়পত্র দেওয়া হয়নি। কয়েকটি কেন্দ্রে ঢুকতে পেরেছি, বাকিগুলোতে আমাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে। একজন ভিপি প্রার্থী হিসেবে ভেতরে কী হচ্ছে, তা তদারকি করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।”
তিনি আরও বলেন, “আজকের দিন বাংলাদেশের দিন, বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ডাকসু নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় বলা আছে, নির্বাচনী কর্মকর্তা–কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট এবং রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তিরা ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।