উজিরপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে সেনাসদস্য নিহত, চালক আটক

বরিশাল প্রতিবেদক :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার  ঢাকা -বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা নামক স্থানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য  ঘটনাস্থলে নিহত হয়েছে। জনতা চালককে আটক করে পুলিশকে সোপর্দ করেন।
৪ ডিসেম্বর সোমবার সকাল দশটার সমায় ঢাকা গামী এনা পরিবহনের একটি বাসটি বরিশাল গামী মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনা নিহত হন।জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আশরাফ জানান, দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের নাম ফুয়াদ হোসেন( ৩২) তিনি গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের ফারুক হোসাইন এর পুত্র। দুর্ঘটনায়  সেনা সদস্য ফুয়াদ হোসেন নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেন তার ভাই ফরিদ উদ্দিন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী রানা বাসটিকে ধাওয়া করে সাজু পাম্পে আটক করেন স্থানীয়  জনতার সহায়তার চালককে আটক করে পুলিশ সোপর্দ করেন। পুলিশ জানান আটক কৃত চালক বরিশাল বিমানবন্দর থানার সেকান্দার আলীর পুত্র হুমায়ুন কবির।   উজিরপুর মডেল থানার অফিসার্ ইনচার্জ তদন্ত, মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক এনা পরিবহনের চালক ও বাস স্থানীয় জনতা সহায়তায় আটক করা হয়েছে । এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উজিরপুর * সেনাসদস্য নিহত