সিংগাইরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক স্কুল শিক্ষক নিহত


মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে এক বখাটের মোটর সাইকেল ধাক্কা সামসুল আলম (৮০) নামের এক প্রাইমারী (অব:) শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম এলাকায় সবুরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সামসুল আলমের বাড়ী মধ্যচারিগ্রাম। সে দীর্ঘদিন উপজেলার চারিগ্রাম, মধ্যচারিগ্রাম ও সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি চাকুরি থেকে অবসর নেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নিহতের ছোট ছেলে মাসুদ রানার শ্বশুড় তাদের বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যায় এক সাথে বিয়াইকে নিয়ে খাওয়ার জন্য তার ছেলে মাসুদকে ডাকতে বাড়ি থেকে পার্শ্ববর্তী খাজীখালী দোকানের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে চারিগ্রাম-বালুখন্ড সড়কের ওই এলাকার সবুর মিয়ার দোকানের সামনে দিয়ে যাওয়ার পথে হঠাৎ পিছন দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সজোরে ধাক্কা দেয়। উপজেলার দাশেরহাটি গ্রামের প্রবাসী সাত্তারের ছেলে মাদকাসক্ত মো. বাদল হোসেন। এতে তার মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্ত ক্ষরন হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।সেখানে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে চলছে শোকের মাতম। রবিবার সকাল ১০ টায় মধ্য চারিগ্রাম মাদ্রাসা মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সিংগাইর * স্কুল শিক্ষক নিহত