মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংষর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অপর বন্ধু গুরুতর আহত


মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংষর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। অপর বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে হেমায়েতপুর -সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার আজিমপুর এলাকায়। নিহতের নাম তাহমিন (১৬)। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহত তাহমিন উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর চারিগ্রামের মো. রুহুল আমীনের ছেলে। আহত রোহান (১৫) দাসেরহাটি গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানায়, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামের মৃত আজমত আলীর ছেলে রোহান ও উত্তর চারিগ্রামের রুহুল আমীনের ছেলে তাহমিন চারিগ্রাম এসএ খান উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু তাহমিদ ও রোহান মোটর সাইকেল নিয়ে সাভারের মেলা দেখতে বাড়ী থেকে বের হয়। সাড়ে ৫ টার দিকে আজিমপুর ব্রীজে গিয়ে একটি ইজিবাইকে ওভারটেকিং করতে যায়।এ সময় অপরদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ টার দিকে তাহমিন মারা যায়।

এ ঘটনায় নিহতের পারিবারে চলছে শোকের মাতম। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এসএসসি পরীক্ষার্থী নিহত * মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংষর্ষে