বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মবভায়োলেন্স বা জনহিংসা সহায়ক নয়। তিনি সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি এড়িয়ে সত্যনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে এসব মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “নতুন বাংলাদেশ গঠনে ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের সত্য প্রকাশের দায়িত্ব রয়েছে।”
মির্জা ফখরুল আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা হবে। তিনি ভিন্ন মত প্রকাশের স্বাধীনতার গুরুত্বও উল্লেখ করেন।
আয়োজনে সাংবাদিক নেতারা তাদের সাপ্তাহিক দু’দিনের ছুটি, আর্থিক নিরাপত্তা ও সুরক্ষাসহ ৩৯ দফা দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

