(মোঃ রাহাদ আলী সরকার – মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি)
গত ১০ই ফেব্রুয়ারি গঠিত হওয়া কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম আবু নাহিয়ান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অরিত্রি বড়ুয়া।
নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন :- সহ-সভাপতি হিসেবে সাবিহা চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে হোসাইন মোহাম্মদ ইসমাইল দায়িত্ব পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে সানজিম সাজিদ জিম, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আশেক এলাহি, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ ইশতিয়াক হোসেন ইমন, কন্টেন্ট ও মিডিয়া ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এবং গবেষণা এবং প্রকাশনা বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আশিক বিল্লাহ সাদ, কন্টেন্ট ও মিডিয়া ব্যবস্থাপনা সহ-সম্পাদক হিসেবে তাসনিমা ইসলাম, অ্যাডমিন এবং মানব সম্পদ সম্পাদক এবং স্পনসরশিপ ব্যবস্থাপনা ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে ফাবিয়া কবির ত্বোহা, স্পনসরশিপ ব্যবস্থাপনা সহ-সম্পাদক হিসেবে মিতবা ফাইরুজ মনজুর, অ্যাডমিন এবং মানব সম্পদ সহ-সম্পাদক হিসেবে সুমাইয়া মাহজাবীন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফটোগ্রাফি সম্পাদক হিসেবে আল মুমিনুল মিয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফটোগ্রাফি সহ-সম্পাদক হিসেবে রাকিবুল হুদা, মোঃ তৌহিদুর রহমান, ইয়ামিন আলম, মাশিয়া কাদের শিফা ও আদিলা খানম, গবেষণা এবং প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক হিসেবে তাসনিম হোসেন তাজিন, জেবা মির্জা, ওয়াশিক ইবনে হায়াত অনন্য ও মোঃ আব্দুল্লাহ সোওয়াদ শিকদার নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটিতে ১৩ জন এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পেয়েছেন : আমিনুল ইসলাম সেজান, ফারহানা আক্তার, খালিদ হাসান, লাবিব আহমেদ, মোঃ ফাতিন তাজওয়ার, মোঃ আফিফ আবরার তাসিন, মোঃ মারুফ মল্লিক, মোঃ মুশফিক জামান শুভ, নাজিয়া ইসলাম নদী, নূর ফাতিমা হক নিশাত, নুসরাত জাহান, সাদিয়া খানম ও শাকিল রানা।
সবাইকে অভিনন্দন জানিয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম নাহিয়ান বলেন, মেরিটাইম ইউনিভার্সিটি কুইজিং আ্যন্ড কারেন্ট আ্যফেয়ার্স ক্লাব এমন একটি সংগঠন যা মনন, জ্ঞানচর্চা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চাহিদা পূরণের লক্ষ্যে সর্বদা নিয়োজিত৷ এ সংগঠন বিশ্বাস করে শুধু মুখস্ত বিদ্যাই নয়, বরং নিয়মিত জ্ঞানচর্চা ও বিশ্লেষণী দক্ষতার প্রয়োগই একজন ব্যক্তির প্রকৃত বুদ্ধিবৃত্তিক চাহিদা পূরণ করতে পারে৷ এ লক্ষ্য পূরণে এই কার্যনির্বাহী কমিটি নিয়ে আমি আশাবাদী”।
এছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদক অরিত্রি বড়ুয়া বলেন, “কুইজিং এন্ড কারেন্ট এফেয়ার্স ক্লাবের সাথে একদম শুরু থেকেই ছিলাম।দায়িত্বটা বিশাল।জানিনা কতটুকু কাজ করে যেতে পারবো। কিন্তু চেষ্টা করবো গতানুগতিক ধারার বাইরে গিয়ে ক্লাবকে এগিয়ে নিতে।পর্যাপ্ত ফান্ডিং পেলে জাতীয় আন্তর্জাতিক পুরষ্কার অর্জনের ক্যালিবার মেরিটাইমের প্রত্যেক শিক্ষার্থীর আছে।আশা করবো কর্তৃপক্ষ ক্লাবের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করবেন।”