নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দুটি পৃথক আমলি আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
জানা যায়, আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
আইভীর অনুপস্থিতিতে শুনানি শেষে তাঁর আইনজীবী আওলাদ হোসেন বলেন,
“যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেই মামলাগুলোর এজাহারে আইভীর নাম নেই। জামিন প্রক্রিয়া বিলম্বিত করতেই নতুনভাবে এ মামলাগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় ৯ মে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর আরও চারটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন।
সম্প্রতি হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও, গত বুধবার আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন।
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা থানা পুলিশ পাঁচ মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আবেদনের পর আদালত আজ তা মঞ্জুর করেছেন।

