জয়পুরহাটে তামিম ছাত্রাবাসে সবচেয়ে বড় মাদকের চালান জব্দ করেছে র্যাব
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে তামিম ছাত্রাবাস থেকে এই প্রথম সর্ববৃহৎ একটি মাদকের চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৫। এটি এ যাবতকালে জব্দ করা গাঁজার সর্ববৃহৎ চালান বলে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৬ সেপেটেম্বর) গভির রাতে জয়পুরহাট সদর চিত্রাপারা এলাকার তামিম ছাত্রাবাসের একটি তালা বদ্ধ রুমের ভিতর থেকে এ সর্ববৃহৎ গাঁজার চালান জব্দ করে র্যাব।
আটকৃতরা হলেন চিত্রাপাড়ার আবু বক্করের ছেলে সাব্বির হোসেন (৩০) মৃত খলিল মন্ডলের ছলে রতন মন্ডল (৩২) বুধবার জয়পুরহাট র্যাব সদর কম্পানি কমান্ডার রফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পার্শ্ববর্তী জেলা থেকে গাঁজার একটি বড় চালান আসছে-এমন খবর তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর চিত্রাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জয়পুরহাটে সবচেয়ে বড় চালান (১৫০কেজি) গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় জয়পুরহাট কেন্দ্রিক গাঁজা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে বুধবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট সদর ক্যম্পে একটি প্রেস ব্রিফিং করা হয়৷