মোঃ রাহাদ আলী সরকার
মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
বাংলাদেশের ভ্রমণ বিষয়ক একমাত্র ডিজিটাল মিডিয়া চেকইন এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যেগে ফটো কনটেস্ট ২০২৪ এর পুরস্কার বিতরণী ও ডিজিটাল কন্টেন্ট নির্মাণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০ ঘটিকা হতে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা এয়ারলাইনসের জিএম মোঃ কামরুল ইসলাম এবং ছুটি রিসোর্ট কক্সবাজারের চেয়ারম্যান মোঃ তারিক মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিখ্যাত কনটেন্ট প্রডিউসার মনজুর মোর্শেদ ও ফটোগ্রাফার মাজেদ চৌধুরী।
এসময় বক্তারা কনটেন্ট ক্রিয়েশন এবং ফটোগ্রাফির উপর তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ও বাস্তব জীবনে কিভাবে এটি কাজে লাগানো যায় সে বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফটো কনটেস্ট ২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
সেসময় ইউএস বাংলার জিএম ও ছুটি রিসোর্ট এর চেয়ারম্যান চেকইনের এ উদ্যেগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এসব আয়োজনে পাশে থাকার অঙ্গিকার করেন।
বাংলাদেশের একমাত্র ভ্রমণ ডিজিটাল মিডিয়া চেকইনের এমন আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা এবং সামনেও এরকম সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য যে,চেকইন ও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের এ আয়োজনে ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত ছিলো ইউএস বাংলা এয়ারলাইনস এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ছুটি রিসোর্ট কক্সবাজার।