বরিশালে আবারো নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস: নিহত ১ জন, আহত ১২ জন

 

বরিশাল প্রতিনিধিঃ

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী  আশোকাঠীতে  নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস উল্টে পুকুরে পড়েছে । এ সময় বাসচাপায় শুভ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দূর্ঘটনায়  আহত হয়েছেন বাসের ১২ যাত্রী।

২/৮/২০২৩ ইং বুধবার বিকেল ৫টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার গোলাম মোর্শেদ পান্নার ছেলে। এছাড়া গুরুতর আহত দুই বাস যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টায় এনা পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। পথে আশোকাঠী ব্রিজ অতিক্রমের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেল আরোহী শুভকে চাপা দিয়ে বাসটি পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার মহিদুল আলম জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস থেকে নারী ও শিশুসহ ১২ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি রেকার দিয়ে উত্তোলনের পর পুনরায় তল্লাশি চালিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করা হবে।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, ঐ মোটরসাইকেল আরোহীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর থেকে চালক ও সুপারভাইজার পলাতক থাকায় বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বরিশালে আবারো নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস