শিরোনাম
ভারতীয় জেলেদের বাংলাদেশের জেলে মারধর করার অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর   » «    মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৪   » «    চট্টগ্রাম আদালত থেকে ১৯১১টি মামলার নথি গায়েব   » «    সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদসহ ৩২ লাখ টাকার মালামাল জব্দ   » «    সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালানসহ ড্রাইভার গ্রেফতার   » «   

আ’লীগ নেতা মহিরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন

পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ছাইহাটা কে এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহির উদ্দিন মহিরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার প্রতিবাদে আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ জুলাই)সকালে ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে ছাইহাটা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল করিম পুটু, সাবেক ইউপি সদস্য হবিবর রহমান, মমিনুর রহমান, অন্তরা বিন্তে আনজু, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, আতিকুর রহমান, শাহিন, জিহাদ প্রমুখ।
বক্তারা বলেন,শরিফুল ইসলাম শিপন একজন ভূমি দস্যু। সে মহির উদ্দিনের আসার খবর পেয়ে দলবল নিয়ে ভেলাবাড়ী তিন মাথা মোড়ে লুকিয়ে থাকে। মহির উদ্দিন তিন মাথা মোড়ে আসলে তার মোটরসাইকেল পথরোধ করে দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু ও এস এস পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মাথায়, হাত পায়ে কুপিয়ে আহত করে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান বক্তারা।
তারা আরও জানান, ঘটনার ৮ দিন পেড়িয়ে গেল, একজন আসামী ব্যতীত মামলার প্রধান আসামী চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করছেনা পুলিশ। আমরা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনসহ সকল আসামীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় ও দ্রুত শাস্তির দাবি করছি। আগামী ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গ্রেফতারের দাবীতে মানববন্ধন
সাম্প্রতিক সংবাদ