শিরোনাম
লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলা! গ্রেফতার -১১   » «    প্রথমবারের মতো কাঁকড়ার সম্পূরক খাবার উদ্ভাবন করলেন নোবিপ্রবি গবেষক   » «    ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে এনডিএফের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত   » «    ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদ   » «    হাইওয়ে পুলিশ ও কমিউনিটি ব্যাংকের সমঝোতা চুক্তি   » «   

পরীক্ষা দিতে এসে চবি ছাত্রলীগ কর্মী আটক

চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে চবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আটক হওয়া ছাত্রলীগ কর্মী রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে রাজনীতি বিজ্ঞান বিভাগে একটি গোপন কক্ষ থেকে তাকে আটক করে।
পরে শিক্ষার্থীরা রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রলীগ সাজ্জাদ হোসেনকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়। প্রক্টরিয়াল বডি বেলা সাড়ে তিনটায় পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, সাজ্জাদ হোসেন পরীক্ষা কমিটির নিরাপত্তায় গোপনে অন্য রুমে মাস্টার্সের ছয়টা পরীক্ষা দিয়েছে । বিষয়টি জানা জানি হলে এতে ক্ষুব্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা। আজ সাজ্জাদ হোসেনকে বিভাগে দেখতে পেয়ে “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?” স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তোলেন।
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাহসান হাবিব জানান, “সাজ্জাদ হোসেন নামের ছাত্রলীগ জঙ্গি নেতা আমার ডিপার্টমেন্টের ছোট ভাই হৃদয় তাড়ুয়াকে হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো। এমন সন্ত্রাসীকে ক্যাম্পাসে দেখে আমরা বিস্মিত। এদের এখনো বিচার না হওয়া প্রশাসনের ব্যর্থতা নির্দেশ করে।
আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমী জানান, “আমরা তার ফোন চেক করে জানতে পারি যে, সে এখনো চারটি ফেসবুক আইডি দিয়ে হুমকী এবং উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছে। হতে পারে গুপ্ত হামলার সাথে এরাই জড়িত।
এবিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক ছাত্রকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে। পরে তারা প্রক্টর অফিসে নিয়ে আসে। আমরা পুলিশ এবং আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পরীক্ষা দিতে এসে চবি ছাত্রলীগ কর্মী আটক
সাম্প্রতিক সংবাদ