রাজধানীতে আলোকিত হোমনার মেধা বৃত্তি প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত 

শাহ আালম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার পেশাজীবীদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লার আলোকিত হোমনার আয়োজনে ৩৪ জন শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান ও ঈদ পূনর্মিলনী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বিভিন্ন  বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন আলোকিত হোমনার বৃত্তি প্রদান ও ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
আলোকিত হোমনার সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলোকিত হোমনার বৃত্তি প্রদান ও ঈদ পূনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি অতিরিক্ত সচিব (অবঃ) মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও শেকৃবির প্রফেসর নুর মোহাম্মদ রহমত উল্লাহ, সহ-সভাপতি কমান্ডার এম অলিউল্লাহ (অবঃ) ও ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক যুগ্ন সচিব মো. নুরুজ্জামান,সাবেক যুগ্ন সচিব আলী আহমেদ, নির্বাহী সদস্য উপ-সচিব মোজাম্মেল হক, কোষাাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মীর মাসুদুজ্জামান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহিতুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপ- প্রচার সম্পাদকঅ ইকবাল হোসেন প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত * রাজধানীতে আলোকিত হোমনার মেধা বৃত্তি প্রদান
সর্বশেষ সংবাদ