চুনারুঘাটে দেড় মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 
হবিগঞ্জ প্রতিনিধি : 
হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযানে ৬৩ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) ভোর সাড়ে ৫টায় উপজেলার রাজার বাজারে অভিযান চালিয়ে সজিদ মিয়া (২৫) এবং সোমবার রাত ১১টায় দেওরগাছ গ্রামের অভিযান চালিয়ে জাহাঙ্গীর মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার সজিদ উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের সজলু মিয়ার ছেলে এবং দেওরগাছ গ্রামের আ: হাসিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সারে ৫টায় রাজার বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ কেজি গাঁজা ও একটি সিএনজিচালিত-অটোরিকশাসহ সজিদকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। তবে সিএনজি-ড্রাইভার পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১টায় দেওরগাছ গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে বিশেষ অভিযান চালায় পুলিশ। গাঁজাগুলো পাচারের প্রস্তুতি নেয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে স্থানীয় একাধিক জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরের বাড়ি থেকে উদ্ধার করা গাঁজা চটের বস্তার ভেতরে নয়টি প্লাস্টিকের ব্যাগে ছিল। যার মোট ওজন ৫৩ কেজি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, গ্রেফতারদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চুনারুঘাটে দেড় মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সর্বশেষ সংবাদ