বাগেরহাটে মুক্তিযোদ্ধা পরিবারকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ

বাগেরহাটে হত্যা চেষ্টার মামলা করে চরম বিপাকে পড়েছে এক মুক্তিযোদ্ধা পরিবার। আসামী জেল থেকে জামিনে মুক্তি পেয়েই ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আসামীরা নিজেদের প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলার পাশাপাশি হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এতে চরম আতঙ্কে দিন কাটছে মুক্তিযোদ্ধা পরিবারটির। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের আইয়ুব আলী মল্লিক নামে এক মুক্তিযোদ্ধার পরিবারে।

এ বিষয়ে ভুক্তভোগিরা জানান, মুক্তিযোদ্ধার ছেলে ফারদিন পরভেজকে (৩০) হত্যাচেষ্টার ঘটনায় মামলা হলে স্থানীয় রাজু মল্লিক (৩২) প্রায় এক মাস জেল খাটেন। জেল থেকে বের হয়েই ক্ষিপ্ত হয়ে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে রাজু ও তার পরিবার। তারা মুত্তিযোদ্ধা আইয়ুব আলী মল্লিক, তার আপন ভাই কামরুল মল্লিক, রফিকুল ইসলাম (আদম মল্লিক), ভগ্নিপতি হালিম গাজীসহ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে। এতে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীদের প্রত্যেকটি বিষয়ের সঠিক তদন্ত করে প্রকৃত দোষীর বিরুদ্ধে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

রফিকুল ইসলাম (আদম মল্লিক) বলেন, আমার বড় ভাইয়ের ছেলে ফারদিন পারভেজের উপর হামলা চালায় একই গ্রামের মো. রাজু মল্লিক, মো. সুমন মোল্লা ও মো. রাসেল শেখ নামের তিন দুর্বৃত্ত। ওই ঘটনায় মোল্লাহাট থানায় একটি হত্যাচেষ্টা
মামলা করেন আমার ভাই আইয়ুব আলী। ওই হামলায় আমার ভাইপো প্রাণে বেঁচে গেলেও সে গুরুত্বর আহত হয়। এর পর থেকে রাজু ও তার সহযোগীরা আরো বেপরোয়া হয়ে ওঠে এখন আমাকেও জড়িয়ে একর পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। তাদের মামলা ও হুমকিতে এলাকায় ঠিক ভাবে পরিবার নিয়ে বসবাস করতে পারছি না।

এ বিষয়ে আইয়ুব আলীর ভগ্নিপতি হালিম গাজী বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। এখন আসামীরা জেল থেকে ছাড়া পেয়ে আমাকে জড়িয়ে মিথ্যা মামলার আসামী করেছে। ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়েও আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে।
আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এ ঘটনায় রাজু মল্লিকের পিতা বলেন, আমি কোন মিথ্যা মামলা করিনি। তারা
আমার আপন ভাই হয়। তারা আমার সম্পত্তি সঠিক ভাবে বন্টন না করায় এ মামলা করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ