বাকেরগঞ্জে বাসদ নেএী মনিষা চক্রবর্তীর  বিরুদ্ধে বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর বিরুদ্ধে তার নিজ গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে মানিক গাজীর বাড়িতে বসত ঘর ভাঙচুর লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে।

গত কাল ৭ জুন দুপুর ১২ টায় মনিষা চক্রবর্তী শ্যামপুর গ্রামের মানিক গাজীর বাড়িতে শতাধিক ভাড়াটে লোকজন ও ৭ টি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাস নিয়ে এসে জামাল গাজী,শহিদ গাজী, সুজন গাজীর তিনটি কাঠের বসত ঘর ও মজিবর গাজীর একটি বিল্ডিং এর পাকা ঘর ভাঙচুর চালায়।

এই ঘটনায় আজ ৮জুন ২০২৩ ইং (বৃহস্পতিবার) মজিবর গাজীর স্ত্রী সেফালী বেগম বাকেরগঞ্জ থানায় দুপুর ১.৩০ মিনিটে  ডাঃ মনিষা চক্রবর্তীকে ১ নং আসামি ও রাজিব সরদারকে ২ নং ও  মুয়াজ্জেম হোসেনকে ৩ নং আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই অভিযোগটি করা হয়েছে।

ভুক্তভোগী মজিবর গাজীর স্ত্রী শেফালি বেগম জানান, বাড়িতে পুরুষ লোক না থাকায় মনিষা চক্রবর্তী ভাড়াটে লোকজন নিয়ে এসে মহিলাদের মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ সময় তারা বসতবাড়ি ভাঙচুর লুটপাট চালায় ও আমাদের বসত ঘরে থাকা নগদ টাকা পয়সা সহ মালামাল লুটপাট করে নেয়।

মনীষা চক্রবর্তীর সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। আমরা মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও করেছি। কিন্তু সে আইনকানুন মানছে না। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমাদের বাড়িঘর সম্পত্তি তার পৈত্রিক সম্পত্তি দাবি করে বাড়িঘর থেকে আমাদের উচ্ছেদ করে সব দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বাকেরগঞ্জ * লুটপাটের অভিযোগ
সর্বশেষ সংবাদ