ময়মনসিংহে আয়কর আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :
দি ময়মনসিংহ ট্যাক্সো বার এসোসিয়েশন কার্যালয়ের সামনে ৭ জুন  বুধবার  দেশের রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপপ্রয়াসে জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও ১৬৮ বাতিল ও  জাতীয় রাজস্ব ভবনে  আইনজীবীদের ভিজিটর কার্ড ব‍্যবহার বিধি প্রত‍্যাহারের দাবিতে বাংলাদেশ ট‍্যাক্সল, ল’ইয়ার্স এসোসিয়েশন ঘোষিত দেশব‍্যাপী কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ বিভাগের আয়কর আইনজীবীদের ট‍্যাক্সো বার এসোসিয়েশন ময়মনসিংহ কিশোরগঞ্জ, শেরপুর,  নেত্রকোনা, ও জামালপুর এর আয়োজনে  মানববন্ধন কর্মসূচি পালন করে ।
দি ময়মনসিংহ ট্যাক্সো বার এসোসিয়েশন আইনজীবীদের কর্তৃক আয়োজিত মানববন্ধনে কর আইনজীবী মোঃ রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন । ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি  ও  বাংলাদেশ ট্যাক্স ল’য়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)’র সহ সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন,  কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা, কর আইনজীবী হারুন অর রশিদ,  কর আইনজীবী মো. নজরুল ইসলাম,  সাবেক সাধারণ সম্পাদক কর আইনজীবী সজল ইসলাম রতন,  কর আইনজীবী সৈয়দ  ফেরদৌসুর রহমান, কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক কর আইনজীবী শফিকুল ইসলাম,  জামালপুরের সাধারণ সম্পাদক, কর আইনজীবী মো. আজিজুল হক প্রমূখ ।
এসময়  এডভোকেট  মীর  আফজালোর রহমান পান্নু, দি  ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আয়কর উপদেষ্টা সৈয়দ ফেরদৌছুর রহমান, আইনজীবী আজিজুল হাই সোহাগসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দি ময়মনসিংহ ট্যাক্সো বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার ওয়াহিদুজ্জামান  ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আইনজীবীদের * আয়কর * ময়মনসিংহে * মানববন্ধন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ