পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ যুবক আটক
গাইবান্ধা প্রতিনিধি:
পুলিশ সুপার কামাল হোসেনের তদারকিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ নজরুল ইসলাম প্রধান (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। পিস্তলটি তার পড়নের লুঙ্গির ভাজে গোজা ছিল। নজরুল উপজেলার ছোট গয়েশপুর (প্রধান পাড়া) গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।
শনিবার (৩ জুন) দুপুরে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, অপরাধ রোধকল্পে গৃহীত রুটিন ওয়ার্কের অংশ হিসেবে ২ জুন রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
এসময় স্থানীয় জনৈক জিন্নাহ খাঁর আবাদী জমির উপর থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। সেসময় তার দেহ তল্লাশী করে লুঙ্গির ভাজে ডান কোমরে গোজা অবস্থায় একটি বিদেশী সচল ৭.৬৫ পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ০৩ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
তিনি আরো জানান, নজরুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। ঘটনার সাথে অন্য কেহ জড়িত আছে কিনা সেই ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ব্যপারে সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।
প্রেস বিফিংএ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা, উপপরিদর্শক মমিরুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।