সারিয়াকান্দি বাঙালি নদীতে অবৈধ বালু পয়েন্টে অভিযানঃ আটক- ২

পলাশ মন্ডল,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে সদর ইউনিয়নের চর গোসাইবাড়ি এলাকায় অবৈধ বালু পয়েন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়।৩১ মে (বুধবার) বিকেলে সারিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
আদালত সূত্র জানায়, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের আমিনুর ইসলামের ছেলে সাজিন (৩০) এবং নারচী ইউনিয়নের কুপতলা আদর্শপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে আশিদুল (৪২) কে ঘটনাস্থল থেকে আটক করে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাঙালি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন কিছু অসাধু বালু ব্যবসায়ী। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
স্থানীয়রা জানান, অসাধু ব্যবসায়ীদের শাস্তি প্রদানের ফলে বন্ধ হবে অবৈধভাবে বালু উত্তোলন এবং রক্ষা পাবে কৃষি জমিসহ বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বাঙালি নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তথ্যানুযায়ী অভিযান পরিচালনাকালে চর গোসাইবাড়িতে একটি অবৈধ বালু পয়েন্ট থেকে দুইজনকে আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চন্দ্র মোহন রায়, থানা পুলিশের উপ-পরিদর্শক হোসেন আলী, আদালত সহকারী আব্দুর রাজ্জাক প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ