সদরপুরে শতবর্ষী পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম নির্মাণ কাজ বন্ধে আদালতের নিষেধাজ্ঞা 

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী (বটতলা) শতবর্ষী পুকুর ভরাট এবং গুচ্ছগ্রাম নির্মাণ কাজ বন্ধে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।
আজ সোমবার (২৯ মে ) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং রাজিক আল জলিলের বেঞ্চ শুনানী শেষে আজ এ আদেশ প্রদান করেন।
একই সাথে হাইকোর্টের পরবর্তী কোন আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম নির্মাণের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে বলেও আদেশ জারি করেন।
উল্লেখ্য গত রবিবার (২১ মে) মানবাধিকার সংগঠন ল’ এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এর পক্ষে  বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোঃ কাউছার শতবর্ষী পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম বন্ধে আদালতে রিট আবেদন করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আদালতের নিষেধাজ্ঞা * সদরপুরে শতবর্ষী পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম নির্মাণ কাজ বন্ধ
সর্বশেষ সংবাদ