রাঙ্গাবালীতে জাটকা ইলিশ সংরক্ষনে অভিযান

রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায়  জেলা মৎস্য কর্মকর্তা ,মোঃ কামরুল ইসলাম এর  সুনির্দিষ্ট দিকনির্দেশনা মোতাবেক বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর সহযোগিতায় সকাল ৭ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর, রাঙ্গাবালী  উপজেলার দারচিরা নদী,  জাহাজ মারা,  চরতুফানিয়া, সোনার চর ও বঙ্গোপসাগরের মোহনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল, কারেন্ট জাল, চরঘেরা জাল  জব্দ করেন। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা করেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু , বাংলাদেশ কোস্টগাড কমান্ডার মোঃ মাহমুদ, অফিস সহকারী  মোঃ নেছার উদ্দিন, জাহিদুল ইসলাম ও অত্র দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * রাঙ্গাবালীতে জাটকা ইলিশ সংরক্ষনে অভিযান